ভূমি মন্ত্রনালয়ে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অফিসিয়াল ইমেজ/PDF

ভূমি মন্ত্রণালয় চাকরির বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়স, অভিজ্ঞতা, আবেদন করার নিয়মসহ, সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য অফিসিয়াল চাকরি বিজ্ঞপ্তি ইমেজ পড়তে হবে।

আপনার জন্য আমরা নিচে ভূমি মন্ত্রণালয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অফিশিয়াল ইমেজ প্রকাশ করেছি। অবশ্যই চাকরিতে আবেদন করার পূর্বেই এই চাকরির সম্পর্কিত সকল তথ্য এই ভূমি মন্ত্রণালয় জব সার্কুলার ইমেজ থেকে জেনে নিন।

ভূমি মন্ত্রণালয় নিয়োগ 2024

নিয়োগকর্তার/সংস্থার নামভূমি মন্ত্রণালয়।
নিয়োগকর্তার/সংস্থার ধরনসরকারি
চাকরির ধরন কি?সরকারি চাকরি
চাকরির সময়স্থায়ী সরকারি চাকরি।
জব ক্যাটাগরি০১টি।
মোট লোক সংখ্যা২৩৮ জন।
শিক্ষাগত যোগ্যতাসার্ভেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
লিঙ্গনারী ও পুরুষ।
অভিজ্ঞতার কতটুকু লাগবে?নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী।
বয়স সীমা কতটুকু০৭ মে ২০২৪ ইং হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বৎসর লাগবে, ও কোটা প্রার্থীর বয়স লাগবে ১৮ থেকে ৩২ বৎসর।
বেতন গ্রেড১০,২০০/- থেকে ২৪,৬৮০/- টাকা
আবেদন করার পদ্ধতি/ধরনঅনলাইনে https://minland.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে
আবেদন ফি কত লাগবে?চাকরির বিজ্ঞপ্তিতে দেখুন
ফি জমা দেওয়ার পদ্ধতিটেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ‍SMS এর মাধ্যমে
প্রকাশের তারিখ০৫ অক্টোবর ২০২৪ ইং
আবেদন শুরুর দিন০৮ অক্টোবর ২০২৪ ইং।
আবেদনের শেষ দিন০৮ নভেম্বর ২০২৪ ইং।
কর্তৃপক্ষের ওয়েবসাইটhttps://minland.gov.bd

Ministry of Land Job Circular 2024

ভূমি মন্ত্রণালয় নিয়োগ ২০২৪ এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। ভূমি মন্ত্রণালয় চাকরির অনলাইন আবেদন চলবে নির্দিষ্ট সময় ব্যাপী। এই সময়ের মধ্যে https://minland.teletalk.com.bd প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে হবে।

ভূমি মন্ত্রণালয় চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ০২টি এসএমএস (SMS) এর মাধ্যমে আবেদন ফি (নির্দিষ্ট পরিমাণ টেলিটক সার্ভিস চার্জ সহ) পরিশোধ করতে হবে।

অনলাইনে চাকরির আবেদন করার নিয়ম

  • https://minland.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • “Application Form” লেখাতে ক্লিক করুন।
  • এখন, ভূমি মন্ত্রণালয় চাকরির পদ বেছে নিন।
  • এখন আপনাকে “Yes” অথবা “No” এ ক্লিক দিতে হবে। আপনি যদি All Jobs Teletalk এর প্রিমিয়াম মেম্বার হন তাহলে “Yes” এ ক্লিক দিবেন, আর যদি না হন তাহলে “No” এ ক্লিক দিবেন।
  • এখন সঠিক তথ্য দিয়ে চাকরির আবেদন পত্র ভরাট করুন।
  • এখন “Next” বাটনে ক্লিক করুন, পরবর্তী ধাপে যেতে।
  • এখন, আপনাকে পরিষ্কার ছবি ও সিগনেচার পিকচার আপলোড করুন। (ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb, সিগনেচারের সাইজ সর্বোচ্চ ৬০ kb লাগবে)
  • সর্বশেষ, “Submit” বাটনে ক্লিক করুন।
  • আবেদন ফরমটি (Application Form) প্রিন্ট করে নিন, পরবর্তীতে কাজে লাগবে।

ভূমি মন্ত্রণালয় চাকরির আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতির

Applicant’s copy তে User ID নম্বর দেওয়া থাকবে উক্ত User ID নম্বর ব্যবহার করে ব্যবহার করে প্রার্থী নিম্নোক্তভাবে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল (Teletalk Pre-Paid Mobile Number) নম্বর ব্যবহার করে ০২টি (SMS) এর মাধ্যমে চাকরির পদের জন্যে পরীক্ষার ফি বাবদ ২০০/-, ও ১০০/- টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ২৩, ও ১২ টাকা সহ মোট ২২৩, ও ১১২ টাকা অনলাইনে চাকরির আবেদন পত্র পূরণ করার পর ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

SMS প্রেরণের নিয়মাবলী ও ফি প্রদান

প্রথম SMS: MINLAND <স্পেস> ইউজার আইডি টাইপ করে পাঠাতে হব 16222 নম্বরে।

উদাহারন: MINLAND DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে।

দ্বিতীয় SMS: MINLAND <স্পেস> Yes <স্পেস>Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।

উদাহারন: MINLAND Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।

Reply Message: Congratulations applicant’s name, Payment completed successfully for MINLAND application for the post of xxxxxxxxxx user ID is (DEFABC) and password (xxxxxxx)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top