বাংলা ভাষা

0

ভাষা

মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে ভাষা বলে।

বাংলা ভাষার উৎপত্তিঃ

বাংলার আদি আধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। এ ভাষা আর্যদের আগমনের পর ধীরে ধীরে হারিয়ে যায়। আর্যদের ভাষার নাম প্রাচিন বৈদিক ভাষা।পরবর্তীকালে এ ভাষার সংস্কার করা হয়। এভাবে পন্ডিতগন বৈদিকভাষাকে একটি সাহিত্যের ভাষায় রুপ দেন।পুরনো ভাষাকে সংস্কার করা হয়েছিল বলে এর নাম হয় সংস্কৃত ভাষা। অনেকে বলেন সংস্কৃত থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। কিন্তু আধুনিক পন্ডিতগন তা মেনে নেন নি। কারন প্রাচীন কালে ব্রাহ্মন ছাড়া সাধারন মানুষ সংস্কৃত ভাষায় কথা বলতো না। সাধারন মানুষের মুখের ভাষার নাম প্রাকৃত ভাষা। প্রাকৃত শব্দের শাব্দিক অর্থ স্বাভাবিক। প্রাকৃত ভাষা থেকে সৃষ্টি হয় দুটি ভাষা। একটি পালি অন্যটি অপভ্রংশ। তবে সাধারন মানুষের মুখের ভাষাটি প্রাকৃত নামেই রয়ে গেল। এ যুগে পূর্ব ভারতের অনেক দেশে নতুন নতুন ভাষার সৃষ্টি হতে থাকে। এগুলো ‍সৃষ্টি হয় অপভ্রংশ ভাষা থেকে। এক সময় এভাবেই সৃষ্টি হয় আমাদের বাংলা ভাষা।

আরো কিছু তথ্যঃ

অধিকাংশের মতে, খ্রিস্টায় দশম শতাব্দীতে বাংলা ভাষার উদ্ভব হয়। তব, ড: মুহম্মাদ শহীদুল্লাহর মতে, খ্রিস্টায় সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার উদ্ভব হয়। দশম থেকে চতুৃর্দশ শতাব্দীকে বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল ধরা হয়। বর্তমানে পৃথিবীতে সাড়ে তিন হাজারের ওপর ভাষা প্রচলিত আছে। তার মধ্যে বাংলা একটি ভাষা। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা বাংলা। বর্তমানে পথিবীতে প্রায় চব্বিশ কোটি লোকের মুখের ভাষা বাংলা। ভাষার জগতে বাংলার স্থান ষষ্ঠ।

বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস

ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে

ইন্দো-ইউরােপীয় ভাষা (৫০০০-৩৫০০ খ্রিঃ পূর্বাব্দ)———–>>শতম ভাষা——–>>আর্য ভাষা—–>>প্রাচীন ভারতীয় আর্য ভাষা——->>প্রাচীন ভারতীয় আর্য কথ্য——>>প্রাচীন প্রাচ্য প্রাকৃত—->>গৌড়ী প্রাকৃত (মাগধী প্রাকৃতের প্রাচ্যতর রূপ)——->>গৌড় অপদ্রংশ——>>বাংলা ভাষা

জেনে রাখা ভাল

প্রশ্ন: বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে ?

উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে——- খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে।
অধিকাংশের মতে—————————খ্রিস্টায় দশম শতাব্দীতে

প্রশ্নঃ বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কত?
উত্তরঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে—-দশম থেক চতুর্দর্শ শতাব্দী।
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে———————-সপ্তম থেকে দাদশ শতাব্দী।

প্রশ্নঃ বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত?
উত্তর ও ইন্দো-ইউরোপীয় ভাষা।

ইন্দা-ইউরোেপীয় ভাষার শাখা কতটি ও কি কি?
উত্তরঃ ২টি। যথা- কেন্তম ও শতম।

কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব?

উত্তরঃবাংলা ভাষার জন্ম বঙ্গকামরুপী ভাষা থেকে।
ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায় ও জর্জ গ্রিয়ারসনের মতানুসারেঃ মাগধী প্রাকৃত ভাষা
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতেঃ গৌঁড়ী প্রাকৃত ভাষা (মাগধী প্রাকৃতের প্রাচ্যতর রূপ)

জেনে রাখা ভাল

আধুনিক বাংলা ভাষা বঙ্গ অঞ্চলের ভাষার প্রায় দুই হাজার বছরের অবিরাম বিবর্তনের ফসল।প্রাচীনতম সাহিত্যিক ভাষা নানাবিধ বিবর্তনের মাধ্যমে বাংলাভাষায় রূপান্তরিত হয়েছে। বাংলাভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা হতে খ্রিস্টীয় দশম শতাব্দীতে। প্রাকৃত শ্দের অর্থ হচ্ছে স্বাভাবিক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top